জাতীয়

দরবেশ-সন্ন্যাসী-আলেমরা লুটপাট করছেন: ফখরুল

ক্ষমতাসীনদের জবাবদিহিতা নেই দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্গির মতো দেশের সম্পদ লুট হয়ে যাচ্ছে। দরবেশ, সন্ন্যাসীসহ বড় বড় আলেমরাও লুটপাট করছেন।

রোববার (২ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ কোথায় আছেন, সরকার সেটা না জানলে সেই সরকার কি আছে-  প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ক্ষমতাসীনদের জবাবদিহিতা না থাকাতেই বেনজীরের মতো ঘটনা ঘটছে; বর্গির মতো দেশের সম্পদ লুট হচ্ছে।

দরবেশ, সন্ন্যাসী, বড় বড় আলেম- সবাই লুটপাট করছে, এমপিরা চোরাচালান করতে গিয়ে টুকরা টুকরা হচ্ছে’, যোগ করেন বিএনপি মহাসচিব।

তবে ছাত্র শিবিরের প্রশংসা করেন মির্জা ফখরুল। জামায়াতের রাজনীতি বিজ্ঞানসম্মত বলেও দাবি করেন বিএনপির সিনিয়র এ নেতা।

সরকারকে প্রতিরোধ করতে না পারলে দেশকে বাঁচানো যাবে না দাবি করে মির্জা ফখরুল আন্দোলনকে বেগবান করে সরকার পতন করতে নেতাকর্মীদের আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Back to top button