জাতীয়

দগ্ধদের অনেকের অবস্থা আশঙ্কাজনক: স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, আমরা কিছু রোগীকে হয়ত বাঁচাতে পারবো না। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচানোর চেষ্টা থাকবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গাজীপুরে দগ্ধ রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে গঠিত বোর্ড সভায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবেন। রোগীদের চিকিৎসা নিয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছেন তিনি। যা আমাকে অবগত করেছেন।

ভর্তি হওয়াদের মধ্যে কতজন শিশু, কতজনের অবস্থা বেশি গুরুতর, কতজন আইসিইউ ও এনআইসিউতে ভর্তি আছে তার খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী।

সভায় উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের শারীরিক কষ্ট অনেক। প্রতিটি রোগী নিজের পরিবারের সদস্যদের মনে করে, আমাদের সবাইকে চিন্তা করতে হবে এবং চিকিৎসা দিতে হবে। দগ্ধ রোগীদের অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা কিছু রোগীকে হয়তো বাঁচাতে পারবো না, কিন্তু কোনো রোগীর প্রতি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের চেষ্টার যেন, কোনো রকম অবহেলা না থাকে, এটি আমাদেরকে নিশ্চিত করতে হবে।

সভায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মোট ৩২ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছে বলে স্বাস্থ্যমন্ত্রীকে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button