ক্রীড়াঙ্গন
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আজ মাঠে নামছেন নেইমার

আজ (সোমবার) রাত ১টায় কাতারের ৯৭৪ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এশিয়ার অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এ খেলায় ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র এ খেলায় অংশ নিতে পারবেন কি না, সেই বিষয়ে ছিলো অনিশ্চয়তা। কারন কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ডান পায়ের গোড়ালিতে ব্যথা পেয়ে খেলতে পারেননি গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে।
কিন্তু সব অনিশ্চয়তা কাটিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামছে নেইমার।
জিলের কোচ তিতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, নেইমার খেলবে, যেহেতু সে এখন সুস্থ। তাই বলবো নেইমার শুরু থেকেই খেলবে এবং কোনো সীমাবদ্ধতা ছাড়াই সে খেলার জন্য প্রস্তুত। নেইমারের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে দলের মেডিকেল টিমের পুরো সমর্থন নিয়েই মাঠে নামানো হবে তাকে।’