খেলা

দক্ষিণ আফ্রিকার সাথে খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় পেলেও, পরের দুই ম্যাচে সিরিজের প্রথম টেস্ট-এ হেরেছে টাইগার দল।তবে ডারবান টেস্ট হারলেও শুরুর ৪ দিন খেলা ধরে রেখেছিল বাংলাদেশ দল।

আজ (শুক্রবার) দ্বিতীয় ম্যাচে নামবেন টাইগাররা। পোর্ট এলিজাবেথে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।

তবে একাদশে থাকছেন না তাসকিন আহমেদ। চোটের কারণে তারকা এই পেসার ফিরে এসেছেন দেশে। তার সাথে ফিরেছেন চোটের কারণে প্রথম টেস্টেও খেলতে না পারা তরুণ পেসার শরিফুল ইসলাম।

সম্ভাব্য একাদশে দক্ষিণ আফ্রিকা দলে রয়েছে,  ডিন এলগার (অধিনায়ক), সারেল আরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রিয়ান রিকেলটন, কাইল ভেরেইন্নে, উইয়ান মাল্ডার, কেশব মহারাজ, সিমন হার্মার, লিজাড উইলিয়ামস, ডুয়ানে অলিভিয়ের।

বাংলাদেশ দলের মধ্যে থাকছে, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম/আবু জায়েদ চৌধুরী রাহী।

Related Articles

Leave a Reply

Back to top button