ঢাকালিড স্টোরি

থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, এসআই-কনস্টেবল বরখাস্ত

ঢাকা : রাজধানীর চারটি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে তিনি মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানায় আকস্মিক পরিদর্শনে যান।

পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভোরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে শিথিলতা দেখা যায়, যা সন্ত্রাসী ও অপরাধীদের জন্য সুযোগ সৃষ্টি করে। এ বিষয়ে বাহিনীর সদস্যদের আরও সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

তিনি আরও জানান, দায়িত্বে অবহেলার কারণে গুলশান থানার এক এসআই ও এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারিতে বাড়তি ব্যবস্থা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জনগণ যাতে নিরাপদে চলাফেরা করতে পারে, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে। পরিস্থিতি নজরদারির জন্য বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্টগুলো কার্যকরভাবে কাজ করছে এবং যৌথবাহিনীর অভিযানও অব্যাহত রয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button