আন্তর্জাতিক

থাইল্যান্ডের যুদ্ধজাহাজ ডুবি, নিখোঁজ ৩১ জন নাবিক

থাইল্যান্ডের উপসাগরে ঝড়ের কবলে পরে যুদ্ধজাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে থাইল্যান্ডের নৌবাহিনী জানায়, ১০০ জনের বেশি ক্রু নিয়ে একটি যুদ্ধজাহাজ ডুবে যায়। এর পর থেকেই ৩১ জন নাবিক নিখোঁজ রয়েছেন। খবর বিবিসি’র।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া থাই যুদ্ধজাহাজের নাম এইচটিএমএস সুখোতাই। রোববার(১৮ ডিসেম্বর) রাতে ঝড়ের মধ্যে জাহাজটির বিদ্যুৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্লাবিত হওয়ার পর এটি ডুবে যায়।
সোমবার(১৯ ডিসেম্বর) নৌবাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে জানায়, তারা ৭৫ জন ক্রুকে উদ্ধার করেছেন। আরও ৩১ জন নাবিক নিখোঁজ রয়েছেন। ১২ ঘণ্টারও বেশি সময় হয়ে গেছে, এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন তারা।
থাইল্যান্ড নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এখনো অভিযান অব্যাহত রয়েছে। সার্চ ক্রুরা জীবিতদের খুঁজে বের করার জন্য রাতভর কাজ করেছে।
নৌ মুখপাত্র অ্যাডমিরাল পোগক্রং মনথার্দপলিন বিবিসিকে বলেছেন, ‘আমাদের বাহিনীর ইতিহাসে এটি কখনও ঘটেনি, বিশেষ করে এমন একটি জাহাজের ক্ষেত্রে যা এখনও সক্রিয় রয়েছে।’
কর্মকর্তারা বলেছেন, ‘জাহাজটিতে পানি ভরে যাওয়ার পর এর সামনের অংশ প্লাবিত হয় এবং পরে জাহাজের পাওয়ার রুমে শর্ট সার্কিট সৃষ্টি করে।’
বিবিসি বলছে, শর্ট সার্কিটের জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ক্রুরা জাহাজটির নিয়ন্ত্রণ ধরে রাখতে চ্যালেঞ্জের মুখে পড়েন এবং একপর্যায়ে রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এটি ডুবে যায়।

Related Articles

Leave a Reply

Back to top button