চট্রগ্রামজেলার খবর

ত্রাণ সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে চকরিয়ার শিক্ষার্থীরা

সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:

বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুরসহ ১২টি জেলায় বন্যাদুর্গত অসহায় মানুষদের উদ্ধার কার্যক্রম এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে ফেনীর ফুলগাজিতে অবস্থান করেছেন চকরিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

গত সোমবার (২৬ আগস্ট) ভোর রাতে চকরিয়া থেকে ট্রাকের মাধ্যমে ত্রাণ সামগ্রী সহ ফেনীর উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন তারা।

চকরিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ফয়সাল আকবর সাঈদী নিউজ নাউ বাংলাকে বলেন, ছাত্রদের উদ্যেগে আমরা ত্রাণ সামগ্রী সংগ্রহ শুরু করি। পরবর্তীতে বিভিন্ন শিক্ষার্থী আমাদের সাথে যোগাযোগ করে। পরবর্তীতে ফেনীর ফুলগাজীতে এখনো ত্রাণ না পৌঁছানো ৪টি গ্রামের ৫৫০টি পরিবারের মাঝে স্ব শরীরে বানবাসী মানুষের কাছে উপহারগুলো পৌঁছানো হয়েছে। বলেন, আগামীতেও বাংলাদেশের যেকোনো দুর্যোগে চকরিয়ার শিক্ষার্থীরা সাধারণ মানুষের পাশে থাকবে।

ছাত্র আন্দোলনে অংশ গ্রহণকারি মোবারক হোসেন জিহাস বলেন, বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের থেকে সংগ্রহ করা অর্থে বন্যার্তদের সহযোগিতার জন্য ফান্ড গঠন করেছি। আমরা সারারাত ত্রাণ প্যাকেজিং করে ভোর রাতে ফেনীর উদ্দেশ্য রওনা হই। এতে উপস্থিত ছিলেন চকরিয়ার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মোবারক হোসেন জিহাস, শামশুল আলম সাঈদী, আনাছ, মাসুুমুল হাকিম, ওয়াহিদুল ইসলাম রানা, তারেকুল ইসলাম, আরিফুল ইসলাম মুন্না, রাসেদুল ইসলাম, ফয়সাল, মিসকাত, সেজান, তামিম মিনার, মুবিন, রাফিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বৈষম্য বিরোধী ছাত্রনেতা মাহামুদুল হাসান আনাচ বলেন, ত্রাণ বিতরণ শেষে আমরা সারাদিন উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করেছি। দুইদিন অবস্থান করে পরের দিন আবার চকরিয়ার উদ্দেশ্যে রওনা হই আমরা।

অন্যান্য ছাত্ররা চকরিয়ার যেসব শিক্ষার্থী অর্থ, সময়, শ্রম এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ দুর্যোগের সময় সবার উচিত বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো। যার যা আছে তা দিয়ে সহযোগিতা করা। অর্থ না থাকলে সময়, শ্রম ও পরামর্শ দিয়ে অন্তত সঙ্গে থাকা, সাপোর্ট দেওয়া।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, চিনি, গুড়, বিস্কুট, প্রয়োজনীয় ঔষধ, ফিটকিরি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি, কয়েল এবং দিয়াশলাই। এ সময় মোমবাতি, কয়েল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জ্বর-ঠাণ্ডার ঔষধ বেশি প্রয়োজন বলে জানান।

Related Articles

Leave a Reply

Back to top button