জাতীয়

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রায় ৩১ কোটি টাকা অনুদান

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ৩১ কোটি টাকা অনুদান প্রদান করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে অনুদান গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী । নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।

নৌপরিবহন মন্ত্রণালয় ও এর আওতাধিন দপ্তর ও সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারিদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ এবং অনুদান বাবদ ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার ১১৮ টাকার চেক প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button