বিনোদুনিয়া
তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন জাকারবার্গ

ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন। খবর: এনডিটিভি।
বুধবার এক ইনস্টাগ্রাম পোষ্টে, জাকারবার্গ ঘোষণা করেছেন তার স্ত্রী প্রিসিলা চ্যান, তৃতীয়বারের মত মা হতে যাচ্ছেন। ইনস্টাগ্রাম পোষ্টে তিনি লিখেছেন, অনেক ভালবাসা, অতন্ত্য খুশির সাথে শেয়ার করছি যে ম্যাক্স এবং অগাস্ট আগামী বছর একটি নতুন শিশু বোন পাচ্ছে।
২০০৩ সালে হার্ভার্ড ইউনিভার্সিটির ফ্র্যাট পার্টিতে দেখা হয়ার পরে দীর্ঘদিন প্রেম করেন মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান। এর পর ২০১২ সালে বিয়ে করেন জাকারবার্গ-চ্যান দম্পতি। তাদের দুটি কন্যার সন্তান রয়েছে, তাদের নাম অগাস্ট এবং ম্যাক্সিমা।



