জাতীয়

তৃতীয় টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে ‘স্বপ্নের সাথে বাস্তবতার সংযোগ’ স্লোগানে শনিবার (৭ অক্টোবর) এটি উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শুক্রবার (৬ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, তৃতীয় টার্মিনালের দক্ষিণ পাশে ভিআইপি অংশে দুটি বোর্ডিং ব্রিজ স্থাপনের কাজ শেষ হয়েছে। এর মধ্যে এক বোর্ডিং ব্রিজের সামনে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ রাখা হয়েছে। বোর্ডিং ব্রিজ দিয়ে বিমানের ভেতরে আসা-যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তিন তলাবিশিষ্ট তৃতীয় টার্মিনালে ওঠা- নামার ব্যবস্থা, ভেতর-বাইরে সব জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সাজানো হয়েছে।

আগামীকাল শনিবার তৃতীয় টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে শুক্রবার গণমাধ্যমে কথা বলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। তিনি বলেন, ‘আমরা বলতে পারি তৃতীয় টার্মিনালটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশকে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নের প্রথম মাইলফলক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন স্থাপনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ট্রায়াল সাক্ষী করে নতুন দৃশ্যমান টার্মিনালের আংশিক উদ্বোধন করবেন।’

Related Articles

Leave a Reply

Back to top button