আন্তর্জাতিক

তুরস্কে ভূমিকম্পে ৯জন নিহত

তুরস্কের পূর্বাঞ্চলে ইরান সীমান্তের কাছাকাছি রবিবার ৫.৯ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। এছাড়া ৫০ জনেরও বেশি আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।

তুরস্কের জাতীয় দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার উত্তর-পশ্চিম ইরানের  খোয় শহরে দু’বার ৫.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং তুরস্কের ভ্যান প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়।

স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, তবে অন্যদের প্রাণঘাতী আঘাতের কোনও চিহ্ন নেই।

রবিবার রাতের মধ্যেই ১২ জন আহত মানুষকে হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সোয়েলু ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলির পরিদর্শন শেষে বলেছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button