আন্তর্জাতিকজাতীয়

তুরস্কের ভূমিকম্পে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশি দল

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। পঞ্চম দিনের উদ্ধার অভিযানে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছে দলটি। [সূত্র: ইউএনবি নিউজ]
এই চারজনের মধ্যে রয়েছে বাবা-মা ও তাদের দুই সন্তান। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তুরস্কের আদিয়ামান শহরের জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর নেতৃত্বে তাদের ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত জীবিত একজন ও মৃত ১৯ জনকে উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, রাত ১১টা ২০ মিনিটের দিকে উদ্ধার কাজ ওই দিনের মতো শেষ করা হয়।
উল্লেখ্য, গতকালের উদ্ধার কাজে বাংলাদেশের উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের উদ্ধারকারী দলের সদস্যরাও সমন্বিতভাবে অংশগ্রহণ করেন।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের মিডিয়া সমন্বয়কারী উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান বলেন, ‘উদ্ধারকাজে সাফল্য আসায় শরীর ক্লান্ত হলেও তৃপ্ত মন নিয়ে তারা উদ্ধারকাজ শেষ করে ক্যাম্পে ফিরে গেছেন।’

Related Articles

Leave a Reply

Back to top button