তিন সিনিয়রের ব্যাটে চড়ে ২৪৫ রানের পুঁজি বাংলাদেশের

বিশ্বকাপে আসরের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। শুক্রবার চেন্নাইয়ের এম. চিদাম্বরম স্টেডিয়ামে আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। ফলে নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ২৪৬ রান।
কিউইদের বিপক্ষে সম্মানজনক পুঁজি পেলো বাংলাদেশ তিন সিনিয়র সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহর ব্যাটে চড়ে।
অলআউট না হয়ে খেলতে পারলো পুরো ৫০ ওভার, সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এটাও বড় স্বস্তির খবর। ৯ উইকেটে বাংলাদেশ তুলেছে ২৪৫ রান। অর্থাৎ জিততে হলে ২৪৬ করতে হবে নিউজিল্যান্ডকে।
১৩ ওভার না যেতেই ৫৬ রানেই নেই ৪ উইকেট। দলের এই বিপর্যয়ের মুখে হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। ২১ ওভারে দলীয় সংগ্রহ ১০০ ছোঁয় টাইগাররা।
মুশফিক-সাকিবের জুটিতে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে ১০৮ বলে তাদের ৯৬ রানের জুটিটি অবশেষে ভেঙে দেন লুকি ফার্গুসন।
তবে অভিজ্ঞ মাহমুদউল্লাহ বাকি সময় বলতে গেলে একাই টেনে নিয়ে গেছেন দলকে। ৪৯ বলে ২টি করে চার-ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন তিনি।
নিউজিল্যান্ডের লুকি ফার্গুসন ৩টি আর ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি নেন ২টি করে উইকেট।