জাতীয়

তিন বিভাগের পেট্রোল পাম্পে ধর্মঘট

জ্বালানি তেল বিক্রির উপর কমিশন ও ট্যাংক লরির ভাড়া বাড়ানোসহ ১৫ দফা দাবিতে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে পেট্রোল পাম্পে ধর্মঘট চলছে। পাম্প মালিক সমিতির ডাকে সকাল থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয়। এর ফলে, জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে তিন বিভাগেই। সকাল থেকে রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। ফলে আন্তঃজেলা ও ঢাকামুখী বাস-ট্রাক চলাচলে সমস্যা দেখা দিয়েছে।
ভোর ৬টা থেকে খুলনা বিভাগের ১৫ জেলায় পেট্রোল পাম্প , ট্যাংকলরি ধর্মঘট শুরু হয়। পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি বন্ধ। জ্বালানি তেল পরিবহনও বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যানবাহন চালকরা।
বাগেরহাটের সব ফিলিং স্টেশনে বন্ধ রয়েছে জ্বালানি তেল বিক্রি। ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা। বাগেরহাটের মতো দক্ষিণ পশ্চমাঞ্চলের সব জেলাতেই একই চিত্র।
রাজশাহীতে জ্বালানি তেল বিক্রি বন্ধের প্রথম দিনেই দুর্ভোগ দেখা দিয়েছে। জ্বালানি তেল না পেয়ে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল।
অনির্দিষ্টকালের এই ধর্মঘটে দিনাজপুরে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রয়েছে। উত্তরাঞ্চলের ৮ জেলার জ্বালানি সরবরাহ-কেন্দ্র পার্বতীপুর রেলওয়ের ডিপো থেকে তেল নিয়ে যাচ্ছে না কোন ট্যাংকলরি। পেট্রোল পাম্পগুলো থেকেও জ্বালানি তেল বিক্রি বন্ধ রয়েছে।
পাম্প মালিকরা বলছেন, দাবি পুলণ না হলে বিক্রি বন্ধ রাখবেন তারা।

Related Articles

Leave a Reply

Back to top button