তিতুমীর কলেজে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন

ঢাকা : সরকারি তিতুমীর কলেজে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন হয়েছে। এক বছর মেয়াদী এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নূর উদ্দিন হোসাইন জিসান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মীর মোহাম্মদ খোকন।
রোববার (১৬ মার্চ) ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা সিহাবউদ্দিন সিয়াম, মো. রবিউল আলম ও জিহাদ হাওলাদারের যৌথ স্বাক্ষরে ১৩০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে তানভীর হোসেন হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রায়হান রানা নির্বাচিত হয়েছেন।
নতুন সভাপতি নূর উদ্দিন হোসাইন জিসান বলেন, ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদ সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখা, তাদের সমস্যার সমাধানে কাজ করা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, সবাইকে নিয়ে একটি কার্যকর, শক্তিশালী ও স্বচ্ছ ছাত্রকল্যাণ পরিষদ গড়ে তুলতে চাই। ভোলা জেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী অঞ্চল, যা নদ-নদী পরিবেষ্টিত এবং অপার সম্ভাবনাময়। সেই পরিবেশ থেকে তিতুমীরে আসা শিক্ষার্থীরা যেন সঠিক দিক-নির্দেশনা পায়, সেটি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মীর মো. খোকন বলেন, ভোলা ছাত্রকল্যাণ নিয়ে আমাদের স্বপ্ন অনেক। তিতুমীরে পড়তে আসা অধিকাংশ শিক্ষার্থীর পরিবার থাকে ভোলায়। পরিবার থেকে বিচ্ছিন্ন এই নবীন ও গরীব শিক্ষার্থীদের ভরসাস্থল হবে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদ। সবার পরিবারের যে অভাব, তা আমরা পূরণ অঙ্গীকারবদ্ধ। সবার সহযোগিতা পেলে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো।