খেলা

তাসকিন-সৌম্যর নৈপুণ্যে অবশেষে জয়ে ফিরলো ঢাকা

টানা ছয়বার হারের পর, তাসকিন আহমেদ ও সৌম্য সরকারের দুর্দান্ত পারফরম্যান্সে অবশেষে জয়ে ফিরল ঢাকা ডমিনেটর্স।

২৪ রানের এই জয়ে আট ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সপ্তম পজিশন থেকে কিছুটা উন্নতি হলো ঢাকার।

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১০৮ রানে থামে ঢাকার ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে ভালো অবস্থানে থেকেও মাত্র ৮৪ রানে অলআউট হয় খুলনা। যার ফলে মাত্র ১০৮ রান করেও শেষ পর্যন্ত ২৪ রানের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ডমিনেটর্স।

এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে সৌম্যের দীর্ঘদিন পরে রানে ফেরার সুবাদে ১০৮ রান তুলতে পারে ঢাকা। টানা ৭ ইনিংসে মোটে ৪৫ রান করা সৌম্য এদিন ফিফটি করেন। ৪৫ বলে দলীয় সর্বোচ্চ ৫৭ রান আসে এই ক্রিকেটারের ব্যাট থেকে। এছাড়া তাসকিন আহমেদ ১২ এবং আল আমিন করেন ১০ রান। এই তিন ব্যাটসম্যান ছাড়া ঢাকার বাকি ৮ ব্যাটসম্যান সিঙেল ডিজিটে আউট হন।

খুলনা টাইগার্সের পক্ষে এদিন নাহিদুল মাত্র ৪ ওভারে ২ মেডেন নিয়ে ৬ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন। যা ইকোনমি হিসেবে বিপিএলের ইতিহাস সেরা। এ ছাড়াও নাসুম আহমেদ নেন ৩ উইকেট।

ঢাকার হয়ে ৩.৩ ওভারে ৯ রানে ৪ উইকেট নেন তাসকিন আহমেদ। ২টি করে উইকেট নেন নাসির হোসেন ও আল-আমিন।

Related Articles

Leave a Reply

Back to top button