ক্রীড়াঙ্গন

তাসকিনের অনুরোধে মাঠে মাশরাফী

তাসকিনের অনুরোধে বোলিং কোচের ভূমিকায়, মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে বল হাতে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

কোভিড ছাড়াও ব্যক্তিগত কারণে তিনি অনেকটাই দূরে ছিলেন ক্রিকেট থেকে। তবে হঠাত করেই বৃহস্পতিবার মাঠে এসে প্রায় তিন ঘণ্টার মতো ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সদস্যদের সঙ্গে।

অনুশীলন শেষ করে তাসকিন আহমেদ উপস্থিত সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, তার অনুরোধেই মাঠে আসেন মাশরাফী।

তাসকিন জানান, আমি গতি ও সুইং নিয়ে মোটামুটি সন্তুষ্ট হলেও স্লোয়ারটা এখনও সেভাবে আত্মস্থ করতে পারিনি। তাই প্রিয় ‘মাশরাফি ভাইয়ের’ শরণাপন্ন হওয়া।

প্রিয় বড় ভাইয়ের কাছ থেকে স্লোয়ারের টিপস পেয়ে খুব খুশি তাসকিন। বললেন, ‘ব্যস্ততার মাঝে মাশরাফি ভাই আমাকে সময় দিয়েছেন, এটাই অনেক।’

বলেন, ভাই এসে কিছু গ্রিপ দেখালো যে একেকজনের একেক রকম অ্যাকশন হয়। এইগুলা একটু চেষ্টা করে দেখতে পার। আশা করি এইগুলা প্রয়োগ করলে ফল হবে।”

তাসকিন যোগ করেন, “মূলত দুই তিনটা গ্রিপ দেখিয়েছেন, আর বলেছেন একসঙ্গে এত কিছু নিয়ে ত কাজ করা যাবে না। যেহেতু সামনেই অনেক খেলা। আপাতত কাটার ট্রাই করতে বলেছে। তো ওইটাই দেখাল। বলল যদি ভাল লাগে এটা কন্টিনিউ করতে পারো। এটা আয়ত্তে এলে আরেকটা।”

 

 

Related Articles

Leave a Reply

Back to top button