আন্তর্জাতিক

তালেবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে না রাশিয়া

তালেবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে না রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

পেসকভ বিবৃতিতে জানিয়েছেন, আমরা জানিনা তালেবানের অধীনে আফগানিস্তান কোন দিকে যাবে। তাই আমরা বলতে চাই যে, এখন সেখানকার পরিস্থিতি এবং তালেবান নেতাদের পরবর্তী কাজ বোঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

শুক্রবার রাশিয়ার রাষ্ট্রপতির সরকারি বাসভবন (ক্রেমলিন) থেকে জানানো হয়, রাশিয়া কোনোভাবেই তালেবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না।

পুতিন জানান, তালেবানের সঙ্গে আগেও যোগাযোগ করেছিল রাশিয়া। তবে সেটি আফগানিস্তান থেকে বিদেশি নাগরিকদের উদ্ধার কার্যক্রম নিয়ে কথা বলতে। অন্য কোনো কারণে নয়।

উল্লেখ, উদ্বোধনী অনুষ্ঠানে এখন পর্যন্ত রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইরানকে আমন্ত্রণ জানিয়েছে তালেবান।

Related Articles

Leave a Reply

Back to top button