টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন দৌড়।
শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গীর কামারপাড়া রোড এলাকায় প্রায় দুই কিলোমিটার সড়কে এই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা–কর্মী অংশ নেন।
উদ্যোগটি গ্রহণ ও পরিচালনা করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহ উদ্দিন।
দৌড় শুরুর আগে অংশগ্রহণকারীদের মাঝে তরুণদের নেশামুক্ত রাখতে উদ্বুদ্ধমূলক বার্তা দেওয়া হয়। পথজুড়ে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
আয়োজক গাজী সালাহ উদ্দিন বলেন,তরুণ প্রজন্মকে মাদক ও নেশা থেকে দূরে রাখতে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে আমরা এই মিনি ম্যারাথন আয়োজন করেছি। পাশাপাশি তারেক রহমানের যুববান্ধব কর্মসূচি এলাকাবাসীর কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
স্থানীয় অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের উদ্যোগ তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হতে উৎসাহিত করবে এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা বাড়াবে।



