তামিম ইকবালকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে

ঢাকা : রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ঈদের আগেই বাসায় ফিরেছিলেন তামিম ইকবাল। এবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে দেশের ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা এই ওপেনারকে। পারিবারিক সূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম এমন খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, তামিমের সিঙ্গাপুরের ভিসা ও বিমানের টিকেট চূড়ান্ত। সোমবার (০৭ এপ্রিল) সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন তামিম। সেখানে পরামর্শ নেয়ার পাশাপাশি পুরো শরীরের পূর্ণাঙ্গ স্বাস্থ্যপরীক্ষাও করাবেন তিনি। শুরুতে তামিমের থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও পরিবারের সিদ্ধান্তে গন্তব্য বদলে গেছে।
তামিমের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ঢাকায় যে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তামিম, সে হাসপাতালের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর আমাদের কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন।
তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে সার্বক্ষণিক খোঁজ রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, তামিম এখন আশঙ্কামুক্ত, তবে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ মার্চ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে গিয়েছিলেন তামিম ইকবাল। মাঠে ফিল্ডিং করার সময়ে অসুস্থতা অনুভব করলে তিনি মাঠ থেকে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেন, এরপর আবারও নামেন ফিল্ডিং করতে।
তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয় তাকে। পরীক্ষা শেষে জানা যায়, হার্ট অ্যাটাক করেছিলেন তামিম। সেদিনই হার্টে রিং পরানো হয় তাকে।
দুই দিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। যেখানে দুই দিন ভর্তি থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে ঈদের আগে বাসায় ফেরেন তামিম। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।
নিউজ নাউ বাংলা / ০৬ এপ্রিল ২০২৫/ জেডআরসি