খেলা

তামিমের ফেরার বিষয়ে যা বললেন পাপন

লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা নেই তামিম ইকবালের। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা ওপেনার। কিন্তু কবে মাঠে ফিরবেন তিনি, সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার ফেরা নিয়ে বেশ কয়েকবার বিসিবির শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা হলেও কোনও উত্তর আসেনি। আজও বিষয়টি নিয়ে আরেকবার কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গণমাধ্যমে তামিমের ভবিষ্যৎ নিয়ে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘আনুষ্ঠানিক আলাপ না হওয়া পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করা কঠিন। তবে আমরা চাই ও আসুক।’
এদিকে তামিমের ইস্যুর পর সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটারদের প্রসঙ্গে পাপন বলেন, ‘এখানে অনেক খেলোয়াড় আছে যারা আর বেশি দিন হয়তো জাতীয় দলে থাকবে না। অনেকের জন্য এ বছরটাই শেষ। কেউ হয়তো চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলবে।’
‘আমার ব্যক্তিগত ইচ্ছে, আমাদের বোর্ডেরও সবার ইচ্ছে, এদের ব্যাপারে পেশাদার হিসেবে কথা বলছি না। আমি মনে করি তামিম-সাকিব-মুশফিক-রিয়াদ, এ ধরনের খেলোয়াড় যারা আছে, তাদের যে অবদান—অবশ্যই এদের জন্য বাংলাদেশ ক্রিকেট এখানে এসেছে। অবশ্যই মাশরাফির নেতৃত্বের কথাও বলতে হবে।’
তামিম ও সাকিবের বয়স হয়েগেছে সম্প্রতি তার ছাপ দেখা যায় সাকিব আল হাসানের ফর্ম নিয়ে। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ফর্মের দেখা নেই। এছাড়া তার চোখের সমস্যা রয়েছে; এরপর বিসিবি সভাপতি চান তারা দুই জন যতদিন মন চায় খেলবেন, ‘এদের যেটা ভালো লাগেনি, মাহমুদউল্লাহ যেমন টেস্ট খেলার মাঝে ছেড়ে দিল, আমরা কিছু জানি না। ওকে আমি বলেছি, সে সেটা স্বীকারও করেছে, এটা ঠিক হয়নি।’
‘সে এটার জন্য দুঃখ প্রকাশ করেছে। তামিম যখন ছেড়ে দিল, আমরা জানি না। এসব কারও ভালো লাগার কথা নয়। আমরা চাই ওরা আমাদের একটা পরিকল্পনা জানাক, কে কত দিন খেলতে চায়। তারা যতদিন খেলতে চায়, আমরা চেষ্টা করব তাদের খেলাতে। তারা এখনো না খেলার অবস্থায় নেই, সেটাও না।’

Related Articles

Leave a Reply

Back to top button