খেলা

তামিমের ফিরে আসায় যা বললেন মুশফিক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সঙ্গে সাক্ষাৎ শেষে ক্রিকেটে ফায়ার এসের সিদ্ধান্তে আনন্দে আত্মহারা বন্ধু মুশফিকুর রহিম।

ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘এর চেয়ে ভালো খবর আর হতে পারত না। আমরা আবার মাঠে একসঙ্গে খেলব শুনে খুব আনন্দ হচ্ছে। ইনশা আল্লাহ, এটা আমাদের জন্য নতুন শুরু এবং একসঙ্গে মিলে নিকট ভবিষ্যতে আমরা বাংলাদেশের অসাধারণ সাফল্য বয়ে আনব।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনারের এমন সিদ্ধান্তে হতবাক সবাই। এরপর তামিম ইকবালকে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম।

তবে অবসর থেকে ফিরলেও চলমান আফগানিস্তান সিরিজের বাকি ২ ম্যাচে খেলবেন না তামিম। আপাতত দেড় মাসের বিশ্রামে থাকবেন তিনি। এশিয়া কাপ দিয়ে আবারও দলে ফিরবেন তিনি।

এর আগে তামিমের অবসরের সিদ্ধন্তে তার জাতীয় দলের সতীর্থরাও কষ্ট পেয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ক্রিকেটার স্ট্যাটাস দিয়েছেন। সেই তালিকায় ছিলেন তার দীর্ঘ দিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু মুশফিকুর রহিম।

এবার তামিম অবসর ভেঙে ফিরে আসায় ফের স্ট্যাটাস পোস্ট করেছেন মুশফিক।

Related Articles

Leave a Reply

Back to top button