খেলা

তামিমের অবসরে খেলোয়াড়দের আবেগঘন বার্তা

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই অবসরের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অনেকে। তার এমন বিদায় নেওয়ার পর জাতীয় দলের সতীর্থরাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

যে তামিম ভাইকে যে ড্রেসিংরুমে মিস করবেন, তা নিজেদের পোস্টের মাধ্যমেও জানিয়েছেন।

জাতীয় দলের তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তামিমের অবসর নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, কখনো ভাবিনি আমাদের সুপারহিরোরা এভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবে। বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারতেন কিন্তু দলকে এগিয়ে রেখেছেন। একজন সত্যিকারের নেতা। ধন্যবাদ তামিম ইকবাল খান।

সামাজিক মাধ্যম ফেসবুক এ তামিমের অবসর প্রসঙ্গে আশরাফুল বলেছেন, ‘তামিমের এভাবে সরে যাওয়াটা আমি জানি না কতটুকু ভালো হয়েছে। আবার আরেক দিকে যদি চিন্তা করি, সে আসলে সবকিছু হুটহাট করে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সে যায়নি। যদিও সে লম্বা সময় তখন বাইরে ছিল। চোটের কারণে সে এক বছর টি-টোয়েন্টির বাইরে ছিল। সেখান থেকেই হয়তো সিদ্ধান্ত নিয়েছে, মিডিয়ায় যখন কথা হচ্ছিল তাকে নেবে কি না। তখন নিজে থেকে সরে গেছে।’

আশরাফুল আরও বলেছেন, ‘আমার মনে হয় না সে আবার ফিরে আসবে। তামিম, গত ১৯টা বছর তুমি আমাদের অনেক বিনোদন দিয়েছ। আমি বলব ২০১৪-১৮ পর্যন্ত তোমার ক্যারিয়ারের সেরা সময় গিয়েছে। ওই সময় তোমার গড় ৭০+ ছিল। অসাধারণ নেতৃত্ব দিয়েছ। বাংলাদেশের হয়ে অনেক অবদান রেখেছ। যদিও তুমি আমার অনেক জুনিয়র। যেখানে আমি অবসর নিইনি, মাশরাফি অবসর গ্রহণ করেনি, তুমি সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করব ঘরোয়া ক্রিকেটে সে আরও তিন-চার বছর খেলবে। কিছুদিন বিশ্রাম নিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটেও আসতে পারে।’

‘কারণ অবসর নেওয়ার মতো তার বয়স এমন কিছু হয়নি। চোটে অবশ্য তামিম একটু বেশিই পড়েছে। শেষ কয়েকটা বছর বেশ কয়েকটি সিরিজের আগে দেখা যাচ্ছিল সে শতভাগ ফিট থাকত না। দেশে-বিদেশে তোমার অনেক সমর্থক। ওপেনার হিসেবে ২০০৭ থেকে শুরু করে এখন পর্যন্ত ওপেনিং করাটা ক্রিকেটের সবচেয়ে কঠিন। সেই জিনিসটা তুমি করেছ। তাই আমার হঠাৎ করে মনে হলো, তুমি অন্যান্য ক্রিকেটারের চেয়ে ভিন্ন, সেটা বলি সবাইকে। আমি মনে করি, সঠিক সিদ্ধান্ত নিয়েছ। যেহেতু বিশ্বকাপের আরেকটা চাপ থাকত, আর এই সিরিজটাও এত সহজ হবে না।’

সাবেক জাতীয় দলের খেলোয়াড় রাজ্জাক বললেন ঘোরের মধ্যে রয়েছেন তিনি, ‘ধাক্কার ব্যাপার তো পরে। একটু আগে শুনলাম, দেখি এখন কি হয় না হয়; আমি আসলে এখনও কিছু বুঝতেছি না। সত্যি বলতে আমি এখনও ঘোরের মধ্যে আছি। আপনি একটু এগিয়ে গেছেন। আমি এখনও এসব কিছুই ভাবিনি।’

তামিমের বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এই বাঁহাতি ব্যাটার তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, ‘প্রিয় তামিম ভাই, আপনি সবসময় বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। আপনার সকল অসাধারণ অবদান চিরকাল লালন করা হবে।দলবদ্ধ না হয়ে বড় ভাই হিসেবে পাশে থেকেছো সব সময়। আমি সবসময় তোমার দিকে তাকিয়ে থাকবো। আমরা একসাথে যত মজার মুহূর্ত কাটালাম তোমার অনুপস্থিতি খুব অনুভব করব।

মুমিনুল হক আরো বলেন,’ আপনি উজ্জ্বল থাকুন। আমার ভাই আমি তোমার জন্য শুভ কামনা করি,তোমাকে মিস করা হবে! ভালবাসি তোমায় চিরকাল।’

বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজের প্রোফাইল ছবি পরিবর্তন করেন তাসকিন, তামিমের সঙ্গে একটি ছবি প্রোফাইল পিকচার হিসেবে দিয়েছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘আপনার সঙ্গে যাত্রাটা অনেক লম্বা, মাঠ ও মাঠের বাইরে আপনার সঙ্গে রয়েছে অনেক মুহূর্ত ও স্মৃতি। ভাই ও অধিনায়ক হিসাবে আপনি আমাদের যে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আপনাকে মিস করব তামিম ভাই।’

তামিম ইকবাল নিজ জেলা চট্টগ্রামেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামও চট্টগ্রামেরই সন্তান। মামুনুলের দৃষ্টিতে তামিমের এই ঘোষণা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ধাক্কা, ‘সামনে বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ভালো একটি সম্ভাবনা ও প্রত্যাশা রয়েছে। এর আগে অধিনায়কের অবসরের ঘোষণা দেশের ক্রিকেটের বড় ধাক্কা।’

ক্রিকেটের জন্য ধাক্কা হলেও তামিম পরিকল্পনামাখিকই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন ফুটবল দলের সাবেক এই অধিনায়ক, ‘তামিম একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার। আন্তর্জাতিক মানের সকল ক্রীড়াবিদই অবসরের সিদ্ধান্তটা নিজের ভালো-মন্দ বিচার-বিশ্লেষণ করেই নেন। তামিমও নিশ্চয়ই নিজের জন্য যেটা সঠিক সেটাই করেছেন।’

জাতীয় ফুটবল দলের আরেক সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি তামিমের সিদ্ধান্তে কিছুটা বিস্মিত হয়েছেন, ‘বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ চলমান। যেখানে সে অধিনায়কত্ব করছে। চলমান সিরিজের মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়াটা খুবই বিস্ময়কর।’

সাম্প্রতিক সময়ে তামিমের ফর্ম, ফিটনেস ও কোচের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। সব কিছু সমন্বয় করেই তামিমের অবসরের ঘোষণা আসার মতো ছিল বলে মত এমিলির, ‘এই সিরিজ শেষে বোর্ডের সঙ্গে আলোচনা করে আরও সুন্দর সমাপ্তি হতে পারত। তামিমের মতো ক্রিকেটারের মাঠ থেকেই বিদায় নেওয়া উচিত।’

দেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব তামিমের আকস্মিক সিদ্ধান্তে খানিকটা দ্বিধান্বিত, ‘তামিম অবসরের ঘোষণা দিয়েছেন কিন্তু কেন দিলেন সেটা স্পষ্ট করে বলেননি। নিশ্চয়ই এর পেছনে লুকায়িত কোনো কারণ রয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button