আন্তর্জাতিক

‘তামাকমুক্ত নতুন প্রজন্ম’ গড়ছে মালদ্বীপ

ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর

এনএনবি ডেস্ক: বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করেছে মালদ্বীপ। দক্ষিণ এশিয়ার এই দ্বীপদেশটি শনিবার (১ নভেম্বর) এ নিষেধাজ্ঞা কার্যকর করে।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এটি দেশটির জনস্বাস্থ্য রক্ষায় এবং ‘তামাকমুক্ত নতুন প্রজন্ম’ গঠনে এক ঐতিহাসিক মাইলফলক।

২০০৭ সালের ১ জানুয়ারি বা এর পরে জন্ম নেওয়া যেকোনো ব্যক্তির জন্য ধূমপান, তামাক কেনা ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়। খবর বিবিসির।

মন্ত্রণালয় জানায়, এই সিদ্ধান্ত মালদ্বীপকে ‘বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় পর্যায়ে প্রজন্মভিত্তিক তামাক নিষেধাজ্ঞা কার্যকরের’ মর্যাদা দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ধূমপানে প্রতি বছর বিশ্বব্যাপী ৭০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। ২০২১ সালের জাতীয় জরিপে দেখা গেছে, মালদ্বীপে ১৫ থেকে ৬৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের এক–চতুর্থাংশের বেশি তামাক ব্যবহার করেন। আর ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোর–কিশোরীদের ক্ষেত্রে ব্যবহার হার প্রায় দ্বিগুণ।

তুলনামূলকভাবে, যুক্তরাষ্ট্রে ২০২২ সালে প্রায় ২০% প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহার করতেন, আর যুক্তরাজ্যে ২০২৩ সালে এ হার ছিল প্রায় ১২%।

যদিও মালদ্বীপ প্রথম দেশ হিসেবে আইনটি কার্যকর করেছে, বিশ্বের আরও কিছু জায়গায় এমন প্রস্তাব উঠেছিল—এমনকি বাস্তবায়নের খুব কাছেও গিয়েছিল।

২০২২ সালে নিউজিল্যান্ড একই ধরনের আইন পাস করে, যেখানে ২০০৯ সালের ১ জানুয়ারির পরে জন্ম নেয়া কারও কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনা ছিল। আইনটি ২০২৪ সালে কার্যকর হওয়ার কথা ছিল।

তবে এক বছর পরে নতুন সরকার আইনটি বাতিল করে দেয়—কর কমানোর জন্য তামাক কর থেকে আয় নিশ্চিত করতে চেয়েছিল সরকার। সিদ্ধান্তটি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও তামাকবিরোধী সংগঠনগুলোকে ক্ষুব্ধ করে।

 

Related Articles

Leave a Reply

Back to top button