বিনোদনসাহিত্য ও বিনোদন

তাপস-মুন্নীর জুটি নিয়ে এবার বুবলী যা বললেন!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমাদের শিল্পের সবচেয়ে মার্জিত দম্পতি! কৌশিক হোসেন তাপস ভাইয়া ও ফারজানা মুন্নী আপুর প্রতি শ্রদ্ধা রইল।’

হটাৎ করেই বুবলি’র এমন লিখের কারণ, গানবাংলার কর্ণধার তাপস ও চিত্রনায়িকা শবনম বুবলীর সম্পর্ক নিয়ে যে অডিও ফাঁস হয়েছিল সে বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি পরিস্কার করেন মুন্নী। তাই তাপসের সঙ্গে প্রেমের বদনাম ঘুঁচে যাওয়ায় উচ্ছ্বসিত বুবলী সেই সাক্ষাৎকারটি শেয়ার করেই এ স্ট্যাটাস লিখেন।

দেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে এক হাত নেন মুন্নী। এ সময় তাপসও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন শাহরিয়ার নাজিম জয়। এসময় মুন্নী জানান, শাকিবের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর জন্য তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন তিনি।

প্রসঙ্গত, তাপস-মুন্নীর প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের ‘খেলা হবে’ সিনেমায় অভিনয় করবেন বুবলী। এ ছাড়া আছেন পরীমণি। ছবির পরিচালক তানিম রহমান অংশু। তবে কবে নাগাদ এর কাজ শুরু হবে, তা জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button