বিনোদুনিয়া

‘তাণ্ডব’ চালাবেন শাকিব খান- সাবিলা নূর জুটি?

ঢাকা : বাংলাদেশের পাশাপাশি ভারতীয় বাংলা চলচ্চিত্রেও তুমুল জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন অভিনেত্রীরা। এবার সে তালিকায় নাম তুলছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। শাকিবের পরবর্তী সিনেমার নায়িকা হতে যাচ্ছেন তিনি।

আগামী ঈদুল আজহায় ‍‘তাণ্ডব’ নিয়ে আসছেন রায়হান রাফী। ইতোমধ্যে সে সিনেমার শুটিং শুরু করেছেন শাকিব খান। আগামী ২৮ মার্চ নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ।

সিনেমাটির শুটিং শুরু হলেও এতে শাকিবের বিপরীতে কে থাকছেন তা ঈদের পর প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা। তবে খোঁজ নিয়ে জানা গেছে , ‘তাণ্ডবে’ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর।

সবকিছু ঠিক থাকলে শাকিব খানের বিপরীতে এটি হচ্ছে যাচ্ছে সাবিলার প্রথম সিনেমা। সেটাও মূখ্য চরিত্রে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি।

Related Articles

Leave a Reply

Back to top button