‘তরুণ উদ্যোক্তা সম্মাননা’ পেলেন সাংবাদিক মুজাহিদুল ইসলাম

ঢাকা : বিশ্ব পরিবেশ দিবস অ্যাওয়ার্ড পেলেন তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক একেএম মুজাহিদুল ইসলাম। সম্প্রতি রাজধানীর রমনায় বেইলি রোডের বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বীর ঈসা খাঁ স্মৃতি সাহিত্য পরিষদ।
সাংবাদিকতার পাশাপাশি শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য ‘স্মার্ট হোস্টেল’ গড়ে তুলেছেন মুজাহিদ। তাই তাকে ‘সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা’ ক্যাটাগরিতে সম্মাননা দেয় আয়োজকরা।
মুজাহিদুল ইসলাম বর্তমানে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এ বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এর আগে তিনি যুগান্তর, সকালের সময়, জনবানীসহ দেশের বিভিন্ন খ্যাতিমান জাতীয় পত্রিকায় সাংবাদিকতা করেছেন। পাশাপাশি তিনি স্মার্ট হোস্টেল-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার, সুরকার, শিল্পী ও দৈনিক বাংলাদেশ সমাচার-এর সম্পাদক ড. খান আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন বাংলার সুপারহিরো খ্যাত চিত্রনায়ক ডিএ তায়েব, জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খান, এফ এ সুমন, সাথী থান, কাজী শুভ, তৌসিফ, সানজিদা রিমি, পুষ্পিতা মিত্র, ডন, অনন্যা আফরিন, মুনসহ চলচ্চিত্র ও মিডিয়া জগতের অসংখ্য তারকা, সাংবাদিক ও উদ্যোক্তারা।
সম্মাননা গ্রহণের পর একেএম মুজাহিদুল ইসলাম বলেন, “এই সম্মাননা আমার জন্য শুধু একটি প্রাপ্তি নয়, এটি আমার দায়িত্ব ও অঙ্গীকারকে আরও গভীর করে তুলেছে। আমি সবসময় বিশ্বাস করি—সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। একইসাথে একজন উদ্যোক্তা হিসেবে আমি তরুণদের জন্য নিরাপদ ও উদ্দীপনাময় পরিবেশ গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছি।
আমি গর্বিত যে, আমার প্রতিষ্ঠান স্মার্ট হোস্টেল আজ দেশের শিক্ষার্থী ও তরুণদের আস্থার জায়গা হয়ে উঠেছে। আগেও আমি সাংবাদিকতা ও উদ্যোক্তা হিসেবে বিভিন্ন সময় সম্মাননা পেয়েছি, তবে এই ধরনের একটি আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন স্বীকৃতি পাওয়া আমার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করলো।
আমার বিশ্বাস, যদি আমরা তরুণ সমাজকে সঠিক দিকনির্দেশনা ও সহানুভূতিশীল নেতৃত্ব দিতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটি আলোকিত ও মানবিক বাংলাদেশ গড়বে। সাংবাদিকতা, শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নে আমি সবসময় নিরলসভাবে কাজ করে যেতে চাই।
এ.কে.এম.মুজাহিদুল ইসলাম আরও জানান, ভবিষ্যতে তিনি শিক্ষাব্যবস্থা, সাংবাদিকতা এবং তরুণদের দক্ষতা উন্নয়নের ওপর আরও কিছু উদ্ভাবনী প্রকল্প হাতে নিতে যাচ্ছেন।



