অন্য খবর

‘তরুণ উদ্যোক্তা সম্মাননা’ পেলেন সাংবাদিক মুজাহিদুল ইসলাম

ঢাকা : বিশ্ব পরিবেশ দিবস অ্যাওয়ার্ড পেলেন তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক একেএম মুজাহিদুল ইসলাম। সম্প্রতি রাজধানীর রমনায় বেইলি রোডের বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বীর ঈসা খাঁ স্মৃতি সাহিত্য পরিষদ।

সাংবাদিকতার পাশাপাশি শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য ‘স্মার্ট হোস্টেল’ গড়ে তুলেছেন মুজাহিদ। তাই তাকে ‘সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা’ ক্যাটাগরিতে সম্মাননা দেয় আয়োজকরা।

মুজাহিদুল ইসলাম বর্তমানে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এ বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এর আগে তিনি যুগান্তর, সকালের সময়, জনবানীসহ দেশের বিভিন্ন খ্যাতিমান জাতীয় পত্রিকায় সাংবাদিকতা করেছেন। পাশাপাশি তিনি স্মার্ট হোস্টেল-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার, সুরকার, শিল্পী ও দৈনিক বাংলাদেশ সমাচার-এর সম্পাদক ড. খান আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন বাংলার সুপারহিরো খ্যাত চিত্রনায়ক ডিএ তায়েব, জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খান, এফ এ সুমন, সাথী থান, কাজী শুভ, তৌসিফ, সানজিদা রিমি, পুষ্পিতা মিত্র, ডন, অনন্যা আফরিন, মুনসহ চলচ্চিত্র ও মিডিয়া জগতের অসংখ্য তারকা, সাংবাদিক ও উদ্যোক্তারা।

সম্মাননা গ্রহণের পর একেএম মুজাহিদুল ইসলাম বলেন, “এই সম্মাননা আমার জন্য শুধু একটি প্রাপ্তি নয়, এটি আমার দায়িত্ব ও অঙ্গীকারকে আরও গভীর করে তুলেছে। আমি সবসময় বিশ্বাস করি—সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। একইসাথে একজন উদ্যোক্তা হিসেবে আমি তরুণদের জন্য নিরাপদ ও উদ্দীপনাময় পরিবেশ গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছি।

আমি গর্বিত যে, আমার প্রতিষ্ঠান স্মার্ট হোস্টেল আজ দেশের শিক্ষার্থী ও তরুণদের আস্থার জায়গা হয়ে উঠেছে। আগেও আমি সাংবাদিকতা ও উদ্যোক্তা হিসেবে বিভিন্ন সময় সম্মাননা পেয়েছি, তবে এই ধরনের একটি আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন স্বীকৃতি পাওয়া আমার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করলো।

আমার বিশ্বাস, যদি আমরা তরুণ সমাজকে সঠিক দিকনির্দেশনা ও সহানুভূতিশীল নেতৃত্ব দিতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটি আলোকিত ও মানবিক বাংলাদেশ গড়বে। সাংবাদিকতা, শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নে আমি সবসময় নিরলসভাবে কাজ করে যেতে চাই।

এ.কে.এম.মুজাহিদুল ইসলাম আরও জানান, ভবিষ্যতে তিনি শিক্ষাব্যবস্থা, সাংবাদিকতা এবং তরুণদের দক্ষতা উন্নয়নের ওপর আরও কিছু উদ্ভাবনী প্রকল্প হাতে নিতে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button