
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূল ফটকের প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে, পাশাপাশি ভবনের চারপাশে টহল বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে সরেজমিনে এমন চিত্র দেখতে পাওয়া যায়।
সরেজমিনে দেখা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে নির্বাচন কমিশন ভবন ও আশপাশের পুরো এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মূল গেটের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বসানো হয়েছে শক্তিশালী ব্যারিকেড। মূল ফটকের প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে, পাশাপাশি ভবনের চারপাশে টহল বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার অংশ হিসেবে আগারগাঁওয়ে যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে। সাধারণ মানুষ ও যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যাতে তফসিল ঘোষণার দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা সৃষ্টি না হয়।
ইসির নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ কর্মকর্তা রবিউল জানান, শেরে বাংলা নগর থানা ও ডিএমপির অতিরিক্ত ৩০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাব টহল দিচ্ছে প্রতিনিয়ত।


