তফসিলের পরই দেশজুড়ে সাঁড়াশি অভিযানের প্রস্তুতি

সারা দেশে শিগগিরই বড় পরিসরের সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। অস্ত্রধারী সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর নতুন করে সক্রিয় হওয়া অপরাধীদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করতেই এই উদ্যোগ। নীতিগত সিদ্ধান্তের পর এখন চলছে পুরো অভিযানের রূপরেখা তৈরির কাজ।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ডিসেম্বরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই অভিযান শুরু হবে। স্থানীয় পর্যায়ের পরিচিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলদারদের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলেও জানা গেছে।
কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নির্বাচনের আগে সব জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপার (এসপি) নিয়োগের কাজ চলছে। নতুন কর্মকর্তারা দায়িত্ব নেওয়ার পরই পুরো দেশজুড়ে বৃহৎ অভিযান চালানো হবে। উদ্দেশ্য—অস্ত্রধারী অপরাধীরা যেন নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করতে না পারে।
সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচনী পরিবেশ রাখতে এই অভিযানই হবে মূল পদক্ষেপ। যদিও অভিযানের নাম ও সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ হয়নি, তবে তফসিল ঘোষণার পরপরই এটি শুরু হতে পারে।
সূত্র জানায়, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পুরোপুরি স্বাভাবিক হয়নি। কয়েকজন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হয়ে ফের অপরাধচক্রে সক্রিয় হয়েছে। বিভিন্ন থানায় সেই সময় খোয়া যাওয়া অস্ত্রের বড় একটি অংশ এখনো উদ্ধার করা যায়নি। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানো হলেও প্রত্যাশিত সাফল্য মিলেনি।
নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। তবে অনেকের আশঙ্কা, তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলায় অস্থিরতা দেখা দিতে পারে। এ কারণে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার, বৈধ অস্ত্র জমা নেওয়া, গোয়েন্দা নজরদারি জোরদার এবং সন্ত্রাসী দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন।
এদিকে দেশজুড়ে নানা স্থানে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, অন্তর্কোন্দল এবং সহিংস ঘটনার খবর পাওয়া যাচ্ছে। চাঁদাবাজি, দখল ও দুর্নীতির অভিযোগও বেড়েছে।
গোয়েন্দা সংস্থা ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি প্রাথমিক তালিকা তৈরি করে তা যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত করেছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামতও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। গত এক বছরে রাজনৈতিক ব্যক্তি ছাড়াও কিছু প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠায় সরকার পুরোনো কর্মকর্তাদের রেখে অভিযানে যেতে চাইছে না। নিরপরাধ কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণেই ডিসি, এসপি, ইউএনও এবং ওসি পদে নতুনদের নিয়োগ দেওয়া হচ্ছে।
সরকারি এক কর্মকর্তা জানান, নির্বাচনের আগে এই বিশেষ অভিযানের অগ্রাধিকার হবে অবৈধ অস্ত্র উদ্ধার। পাশাপাশি চিহ্নিত সন্ত্রাসী, দখলদার, চাঁদাবাজ এবং নতুন করে সক্রিয় হওয়া অপরাধীদের গ্রেপ্তার করা হবে। সরকার ইতোমধ্যে এলাকার ভিত্তিতে অপরাধীদের তালিকাও তৈরি করেছে।
সূত্র বলছে, অভিযানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে কোনো বিতর্ক যাতে না দেখা দেয়, সে বিষয়ে সরকার সতর্ক। রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার হলে সম্ভাব্য প্রতিক্রিয়া কী হতে পারে তাও বিবেচনায় রাখা হচ্ছে। কেউ যাতে এ অভিযানকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে না পারে, এ নিয়েও পর্যালোচনা চলছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা জানান, সরকার মনে করছে জনগণ এই অভিযানে সমর্থন দেবে। তবে রাজনৈতিক দলগুলো যদি সমালোচনায় নামে, তাহলে অভিযান চালিয়ে যাওয়া কঠিন হতে পারে। তাই সবদিক বিচার করে পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।
পুলিশের একটি সূত্র জানায়, সরকার থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলে পুলিশ বাহিনী সর্বাত্মক সহযোগিতা দেবে। প্রয়োজনে অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করবে পুলিশ।
বিশেষ অভিযান নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম শুধু বলেছেন, ‘আমাদের সঙ্গে এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।’



