করোনাবিনোদনসাহিত্য ও বিনোদন

তথ্য গোপন করায় কারিনার বাড়ি সিলগালা

সোমবারই বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও অমৃতা আরোরার করোনার পজিটিভি হওয়ার খবর সামনে এসেছে। করোনা নিয়ে কারিনা সঠিক তথ্য দেয়নি বলেও অভিযোগ উঠেছে। আর এরই জের ধরে সিলগালা করে দেওয়া হয়েছে কারিনার বাড়ি।

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম বোম্বে টাইমস’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

করোনাবিধি ভেঙে একাধিক পার্টি করেছেন বেবো-অমৃতারা, এমন অভিযোগ করেছে মুম্বাই পৌরসভা (বিএমসি)। বিবৃতিতে জানানো হয়েছে ‘কারিনা কাপুর খানের বাড়ি সিলগালা করা হয়েছে। তিনি এখনও আমাদের ঠিক তথ্য দেননি, তবে আমাদের অফিসাররা চেষ্টা করছেন কতজন ওনার সংস্পর্শে এসেছেন সেই ব্যাপারটি নিশ্চিতভাবে জানতে।’

এ বিবৃতির পর ইনস্টাগ্রামে একটি বিবৃতি জারি করেন করিনা। তিনি বলেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভি। আমি সেটা জানামাত্রই নিজেকে আইসোলেট করে নিয়েছি এবং সবরকম নিয়মবিধি মেনে চলছি। আমি অনুরোধ জানাচ্ছি যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে টেস্ট করিয়ে নিন। আমার পরিবার এবং স্টাফদের সবার করোনা টিকার ডবল ডোজ নেওয়া রয়েছে এবং তাদের কভিডের কোনো উপসর্গ নেই।’

নিজের শরীর নিয়ে কারিনা বলেন, ‘সৃষ্টিকর্তার দোয়ায় আমি ভালো আছি, আশা করছি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব।’

Related Articles

Leave a Reply

Back to top button