রাজনীতি

ঢিলেটালা ভাবে চলছে বিএনপির হরতাল

ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফলকে প্রত্যাখান করে বিএনপির ডাকা রাজধানীতে সকাল-সন্ধ্যা চলছে। যদিও রাজধানীর রাজপথে কর্মদিবসের মত স্বাভাবিক যান চলাচাল করতে দেখা গেছে। যাত্রীবাহী বড় বাসের পাশাপাশি রিক্সা,ভ্যানের প্রাইভেট কারও চলতে দেখা গেছে। বাসস্ট্যান্ড থেকে দূর পাল্লার বাসও যেতে যেতে দেখা গেছে। বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে দলটির কর্মসূচী সীমাবব্ধ ছিল। ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ডাকা হরতালে স্বাভাবিক ছিল জনজীবন।

Related Articles

Leave a Reply

Back to top button