জাতীয়

ঢাকা-৭: ভোট বন্ধের দাবি নিয়ে ইসিতে মানিক

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে ঢাকা-৭ আসনের ভোট বন্ধের দাবি জানিয়েছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান মানিক।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ইসিতে এসে নির্বাচন বন্ধের দাবি জানান তিনি। এর আগে ২ জানুয়ারি তার প্রার্থিতা বাতিল করেন আদালত।

হাসিবুরের দাবি, ঢাকা-৭ সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সোলায়মান সেলিম জালিয়াতির মাধ্যমে তার প্রার্থিতা বাতিল করিয়েছেন। বিষয়গুলো আমলে নিয়ে ঢাকা-৭ আসনের নৌকার প্রার্থিতা বাতিল ও পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন দিতে হবে।

হাসিবুর রহমান মানিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেন। ঋণখেলাপির কারণে তার মনোনয়নপত্র ৪ ডিসেম্বর বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন, যা ১৪ ডিসেম্বর নামঞ্জুর হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button