ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন ভবনের উদ্বোধন

রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন।
উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ও প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোঃ আশরাফুল আলম খোকন।
প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ বলেন, সাংবাদিকদের সৃষ্টিশীল কাজের জন্য সুন্দর পরিবেশ দরকার। কারণ সুন্দর পরিবেশই সুন্দর কাজ করতে প্রধান ভূমিকা পালন করে।নতুন ভবনের নতুন পরিবেশে সাংবাদিকরা ভালো ভালো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সচেষ্ট থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির জন্য নতুন ভবনে একটি ডিজিটাল লাইব্রেরী তৈরির ঘোষণা দেন জানাইদ আহমেদ পলক ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সদস্যরা।