রাজনীতি

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি

শেখ বজলুর রহমানকে সভাপতি ও   এস এ মান্নান কচিকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর(উত্তর) আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।

নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
এর আগে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শুরুতে ঢাকা উত্তরের সভাপতি পদে আটজনের নাম প্রস্তাব করা হয়। সাধারণ সম্পাদক পদে ছিল ১০ জনের নাম। তবে তাদের মধ্যে সমঝোতায় ফিরতে ২০ মিনিট সময় দেওয়া হয়।
কিন্তু প্রার্থীদের মধ্যে কেউ-ই সমঝোতা আসতে না পারায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করা হয়।
পরে দলীয় সভাপতির মতামতের ভিত্তিতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। কাউন্সিলররাও তার এ ঘোষণায় সম্মতি প্রকাশ করেন।
পরে এ বিষয়ে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়। তার মতামতের ভিত্তিতে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নতুন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন ওয়ায়দুল কাদের। এ সময় তার এ ঘোষণায় সম্মতি দেন কাউন্সিলররাও।

Related Articles

Leave a Reply

Back to top button