জাতীয়

ঢাকা দক্ষিণ সিটির ৩৪ কর্মকর্তা চাকরিচ্যুত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-কর কর্মকর্তা সেলিম খানসহ ৩৪ জনকে, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে। সেলিম খান সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী ছিলেন।

মঙ্গলবার (২৮ জুন) দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে মো. সেলিম খানকে চাকরিচ্যুত করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এ ছাড়া আলাদা আরও দুটি দপ্তরের আদেশে রাজস্ব বিভাগের ১৭ জন দক্ষ শ্রমিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৬ জন অদক্ষ শ্রমিককে কর্মচ্যুত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button