বিনোদুনিয়া
ঢাকা আসছেন শ্রীলেখা

আগামী ১৫ জানুয়ারি ঢাকায় আসছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
বুধবার, সামাজিক জগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শ্রীলেখা।
অভিনেত্রী লিখেছেন, ‘বাংলাদেশে ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে যোগ দেওয়ার জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছি।’
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে শ্রীলেখা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে। আর সেখানে অংশ নিতেই ঢাকায় আসছেন অভিনেত্রী।
জানা গেছে, ১৫ জানুয়ারি ঢাকায় নামবেন শ্রীলেখা। পরদিন ১৬ জানুয়ারি বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তার সিনেমার প্রথম প্রদর্শনী। ১৯ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমার প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে কথা বলবেন শ্রীলেখা। একই স্থানে ২১ জানুয়ারি বেলা ১টায় সিনেমার দ্বিতীয় প্রদর্শনী রয়েছে।