খেলা

ঢাকায় ফিরেছেন সাকিব

ছুটি কাটিয়ে আজ সোমবার সকালে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াসিম খান।

তিনি বিপিএল শেষে পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন। সেখান থেকে পারিবারিক কারণ দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যান।

আগামী ১ মার্চ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সিরিজের প্রথম ওয়ানডে হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের বাকি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ১ ও ৩ মার্চ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে ৬ মার্চ।

ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী ও তাইজুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Back to top button