বিনোদুনিয়া

ঢাকায় এলেন শাকিবের মার্কিন নায়িকা

শুরু হতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘রাজকুমার’ এর শুটিং। আর এই ছবির শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকায় শুরু হবে রাজকুমার ছবির শুটিং। এটি পরিচালনা করবেন প্রিয়তমা খ্যাত নির্মাতা হিমেল আশরাফ।
তিনি জানান, ঢাকা, পাবনা এবং পরে আমেরিকাতে ছবিটির শুটিং শেষ হবে। আগামী বছর রোজার ঈদে রাজকুমার মুক্তি পাবে। এই ছবির শুটিংয়ে শনিবার কোর্টনি কফি ঢাকায় এসেছেন।
রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় মার্কিন এই অভিনেত্রীকে নিয়ে নয়া লুকে হাজির হলেন শাকিব খান, যা রীতিমতো সবাইকে চমকে দেয়।
দেখা যায়, কালো ওয়েস্টার্ন আউটফিটে শাকিবকে ধরে দাঁড়িয়ে আছেন কোর্টনি কফি। দুজনের এমন একটি ছবি শাকিব তার ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, রাজকুমার আসছে।
হিমেল আশরাফ বলেন, রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছিল শাকিব ও কোর্টনি কফিকে। সেখানেই তাদের ফ্রেম বন্দী করা হয়েছে।
জানা যায়, প্রিয়তমা, রাজকুমার ছবির প্রযোজক আরশাদ আদনান, হিমেল আশরাফসহ সেখানেও আরো উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, ‘প্রিয়তমা’র ছবির নায়িকা ইধিকা পাল, কণ্ঠশিল্পী কোনাল।
প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে রাজকুমার।

Related Articles

Leave a Reply

Back to top button