বিনোদুনিয়া

ঢাকার ৯ মঞ্চে চলবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব

এবার ঢাকার ৯টি মঞ্চে বিজয় উৎসবের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিজয় উৎসব ২০২২ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুস জানান, ১৩ ডিসেম্বর বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসবের উদ্বোধন করবেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। কেন্দ্রীয়ভাবে ঢাকার ৯টি মঞ্চে একক ও দলীয় সংগীত, নাটক, নৃত্য, একক ও দলীয় আবৃত্তি, শিশু সংগঠনের পরিবেশনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯টি বিজয় মঞ্চে এসব অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টা থেকে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ১৩ থেকে ১৬ ডিসেম্বর, ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে ১৪ থেকে ১৬ ডিসেম্বর, রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ১৪ থেকে ১৬ ডিসেম্বর, মিরপুর ৬ নম্বর মুকুল ফৌজ মাঠে ১৫ থেকে ১৬ ডিসেম্বর, দনিয়া মাসুদ মঞ্চে ১৪ থেকে ১৬ ডিসেম্বর, ভিক্টোরিয়া পার্কে ১৯ থেকে ২০ ডিসেম্বর, মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি মাঠে ১৬ ডিসেম্বর, উত্তরা বঙ্গবন্ধু মুক্তমঞ্চে ১৫ ডিসেম্বর ও পূর্বাচল জয় বাংলা স্কয়ারে ১৬ ডিসেম্বর বিজয় উৎসবের অনুষ্ঠান চলবে। উৎসব সফল করার জন্য ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

গোলাম কুদ্দুস আরও জানান, এ বছর বিজয় শোভাযাত্রা না হলেও আগামী বছর থেকে নিয়মিতভাবে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

সম্মেলনে বক্তারা বলেন, একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট কাজ করে যাবে। সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এই জোট সব ধরনের জঙ্গিবাদী পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও কাজ করে যাবে বলে উল্লেখ করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. মুহাম্মদ সামাদ, সংগঠনের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহসহ অন্যরা।

এ বছর যেসব মঞ্চে বিজয় উৎসব পালন হবে :

কেন্দ্রীয় শহীদ মিনার: ১৩-১৬ ডিসেম্বর; ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চ: ১৪-১৬ ডিসেম্বর;

রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ: ১৪-১৬ ডিসেম্বর;

মিরপুর ৬ নম্বর মুকুল ফৌজ মাঠ: ১৫-১৬ ডিসেম্বর;

দনিয়া মাসুদ মঞ্চ: ১৪-১৬ ডিসেম্বর;

ভিক্টোরিয়া পার্ক: ১৯-২০ ডিসেম্বর;

মতিঝিল টিএন্ডটি কলোনি মাঠ: ১৬ ডিসেম্বর;

উত্তরা বঙ্গবন্ধু মঞ্চ: ১৫ ডিসেম্বর এবং

পূর্বাচল জয় বাংলা স্কয়ার: ১৬ ডিসেম্বর।

এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ১৫ ও ১৬ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন, ১৭ ডিসেম্বর বেনাপোল ও যশোর এবং ২৩ ডিসেম্বর ঢাকার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিজয় উৎসব উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছে। ১৫০টির বেশি সংগঠনের ৩ হাজার ৫শ’র বেশি শিল্পী এবারের বিজয় উৎসবে অংশ নেবেন।

Related Articles

Leave a Reply

Back to top button