প্রবাসে বাংলা

করোনায় ওয়াশিংটন আওয়ামী লীগ নেতার মৃত্যু ঢাকাতে

নিউইর্য়ক প্রতিনিধি
করোনা আক্রান্ত হয়ে রাজধানীর ইমপালস হাসপাতালে মৃত্যুবরণ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা অধ্যাপক জিয়াউদ্দীন খান। তিনি ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।
ওয়াশিংটনের ভার্জিনিয়ায় বসবাসরত মরহুমের ছেলে জালাল খান জানিয়েছেন, গত ৪ঠা জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন অধ্যাপক জিয়াউদ্দীন খান। গেল ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে বেড়াতে আসেন তিনি।

এক পর্যায়ে ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরতে পারেননি তিনি। পরে জুনের মাঝামাঝি অসুস্থ হয়ে পড়লে করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল আসে ৭৬ বছর বয়সী এই আওয়ামী লীগ নেতার।

মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকার বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার সন্তান। ওয়াশিংটন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা মনে করছেন, বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে প্রবাসে যেমন অভিভাবকহীন হয়ে গেল আওয়ামী লীগ তেমনি দেশও হারালো একজন প্রকৃত দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে।

Related Articles

Leave a Reply

Back to top button