অপরাধ-আদালত

ঢাকাকে বাসযোগ্য করতে আইন অমান্যকারীদের জরিমানার পরামর্শ হাইকোর্টের

ফারজানা আফরিন:

ঢাকা মহানগরকে বাসযোগ্য করে গড়ে তুলতে আইন অমান্যকারীদের কঠোর জরিমানা করার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।

ঢাকার ফ্লাইওভারের সৌন্দর্য রক্ষা সংক্রান্ত মামলার শুনানির সময় বুধবার (৩০ আগস্ট) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন।

আদালত বলেন, যারাই অনিয়ম করবে, আইন লঙ্ঘন করবে তাদের ওপর জরিমানা আরোপ করতে হবে। তাহলে আইন লঙ্ঘনকারীরা সোজা হয়ে যাবেন। যেমনটা বিদেশে হয়। সেখানে কেউ আইন ভঙ্গ করলে জরিমানার মুখোমুখি হতে হয়। যে কারণে সবাই আইন মেনে চলেন। হাইকোর্ট বলেন, ক্যান্টনমেন্টের ভেতরের সড়কে চলাচলের সময় সবাই আইন মেনে চলে। যখনই বাইরে আসে তখনই কেউ নিয়ম মেনে চলে না।

এর আগে ফ্লাইওভারের পিলারে পোস্টার লাগানো বন্ধসহ সৌন্দর্য রক্ষায় নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু এই নির্দেশনার পরও পোস্টার লাগানো বন্ধ হয়নি। শুনানির শুরুতে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব পোস্টার লাগানো সংক্রান্ত নির্দেশ না মানার বিষয়ে উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন আইন অমান্য করলে জরিমানার বিধান রাখলে অনিয়ম বন্ধ হবে। ঢাকা শহরকে বাসযোগ্য করতে হলে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এ সময় আদালত হেঁটে ফ্লাইওভার পারাপার বন্ধ করার কথাও উল্লেখ করেন।

হাইকোর্ট এই মামলার পরবর্তী শুনানি ও আদেশের জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করে দেন।

Related Articles

Leave a Reply

Back to top button