ড. ইউনূসের ইস্যুতে ঢাকা আইনজীবী সমিতির প্রতিবাদলিপি

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের স্বার্থরক্ষার্থে কয়েকজন নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি খোলা চিঠিতে শ্রম আইনে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার জন্য আহ্বান জানিয়েছেন। যা বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার উপর অযাচিত হস্তক্ষেপ।
এ ঘটনার টিডির প্রতিবাদ জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।
আজ রোববার ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, এ ধরণের খোলা চিঠি অনৈতিক, বেআইনি ও অসাংবিধানিক। এ চিঠি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশের আইনে শ্রমিকদের প্রদত্ত অধিকার সংক্রান্ত বিধানাবলীর সম্পূর্ণ পরিপন্থী।
বাংলাদেশের আইন ব্যবস্থার উপর এ ধরণের বিবৃতি ও চিঠি অনাকাঙ্খিত ও অনৈতিক। এ ঘটনায় ঢাকা আইনজীবী সমিতি নন্দা ও প্রতিবাদ জানায়।