রাজকূট

ডোনাল্ড লুর চিঠি পেয়েছে বিএনপি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর একটি চিঠি পেয়েছে বিএনপি। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে চিঠিটি দেওয়া হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে বিকেলে বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির চেয়ারম্যান জিএম কাদেরের কাছে ডোনাল্ড লুর দেওয়া একটি চিঠি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেখানে জাপা নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন হাস। বৈঠক শেষে এ বিষয়ে জানান জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু।

মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘পিটার হাস একটি চিঠি নিয়ে এসেছিলেন, যা তিনি জাপার চেয়ারম্যানকে দিয়েছেন। বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে তিনটি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মধ্যে ‘শর্তহীন সংলাপের’ আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Related Articles

Leave a Reply

Back to top button