আন্তর্জাতিক

ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর হামলা

কোপেনহেগেনের রাস্তায় প্রকাশ্য দিবালোকে হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হামলার সময় ওই ব্যক্তি ফ্রেডিরিকসেনের দিকে হেঁটে আসেন এবং তার গায়ে আঘাত করেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, হামলার ঘটনায় ফ্রেডিরিকসেন হতবাক হয়ে পড়েছেন। তার ওপর এমন সময় হামলা হয়েছে; যার দুই দিনের মাথায় দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন।

ডেনমার্কের টিভি২-এর খবরে বলা হয়, এই হামলার শিকার হওয়ার আগে ফ্রেডিরিকসেন ইইউ নির্বাচনে তার দল সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস্টেল শ্যাল্ডেমোজের সঙ্গে এক নির্বাচনী কাজে অংশ নিয়েছিলেন।

এদিকে, হামলার ঘটনাটিকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কেন প্রধানমন্ত্রী ফ্রেডিরিকসেনের ওপর এই হামলা হয়েছে; তা তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ মে ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছিল। গুরুতর আহত অবস্থা থেকে তিনি বেঁচে ফিরলেও; তাকে বেশ কিছু অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button