জাতীয়

ডেঙ্গু প্রতিরোধ সেল গঠনের নির্দেশ

স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’ গঠনের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গত ২১ এপ্রিল প্রধানমন্ত্রীর এসডিসি বিষয়ক মুখ্য সমন্বয়কের সভাপতিতে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে এই নির্দেশনা দেওয়া হয়।

রবিবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় ওই সভার সিদ্ধান্ত বাস্তবায়নে আদেশ জারি করে।

আদেশে গত বছরের মতো দুই সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে সেল গঠনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে প্রতিনিধির তালিকা চাওয়া হয়েছে।

সকল মন্ত্রণালয় ও বিভাগ থেকে উপ-সচিব ও এর নিম্ন পদমর্যাদার কর্মকর্তাদের নামের তালিকা আগামী তিন কার্যদিবসের মধ্যে ই-মেইলে (depu2@mopa.gov.bd) সফট কপি পাঠাতে নির্দেশনা দেওয়া হয়।

আদেশে জানানো হয়, ঢাকার দুই সিটি করপোশেন ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু মশার আবাস স্থল বিনষ্টকরণ কার্যক্রম মনিটরিংয়ের জন্য এই ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’ গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button