জেলার খবর
ডেঙ্গু পরিস্থিতি: বরিশালে নারীর মৃত্যু
![](https://newsnowbangla.com/wp-content/uploads/2019/09/20190921_164946.jpg)
ডেঙ্গু জ্বরে বরিশালে পারভীন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হলো।রাতে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মারা যান তিনি। পারভীনের বাড়ি বানারীপাড়ায়। হাসপাতালের পরিচালক জানান, শুক্রবার দুপুরে ডেঙ্গু জ্বর নিয়ে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। এদিকে, গত ২৪ ঘণ্টার ব্যবধানে সারাদেশে ৯০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, রাজধানীসহ দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।