
সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:
জন্মের সময় মাকে হারানো পাঁচ দিন বয়সি হাতি শাবকটি এখন কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের হাসপাতালে সার্বক্ষণিক নজরদারিতে রেখে তাকে পরিচর্যা দেওয়া হচ্ছে।
গত ৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় টেকনাফের হোয়াইক্যং বিটের হরিখোলা বুরাবুনিয়া নামক স্থানে দলছুট গর্ভবতী বন্য হাতি একটি শাবক বাচ্চা প্রসব করে। প্রসবকালীন হাতিটি যন্ত্রণা ও অতিরিক্ত রক্তক্ষরণে ওই দিন বেলা ৩টায় মারা যায়। খবর পেয়েই কক্সবাজার দক্ষিণ বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা জহিরুদ্দিন মোহাম্মদ মিনার চৌধুরী কয়েকজন সহকর্মী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে পৌঁছেই দেখেন একটি মা হাতি মারা গেছে। তার পাশেই সদ্য প্রসব করা একটি বাচ্চা পড়ে আছে। বাচ্চাটি জীবিত দেখেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে একই দিনে বিকালে হস্তান্তর করেন।
সে সময় হাতি শাবকটি অতিরিক্ত দুর্বল ছিল। তাই তাকে বাঁচানো যাবে কিনা এ নিয়ে সংশয় তৈরি হয়।
পরে এ বিষয়ে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, মা হারা দুর্বল হাতি শাবকটি তাৎক্ষণিক পার্কের হাসপাতালে নেওয়া হয়। প্রথমে চিকিৎসকসহ কয়েকজন স্টাফ শাবকটির পরিচর্যা করেন। ইতোমধ্যে তার কিছুটা শারীরিক উন্নতি হয়েছে। তিনি আরও বলেন, শাবকটিকে ফিডারের মাধ্যমে দুধ খাওয়ানো হচ্ছে। আশা করছি সুস্থ করে তোলা যাবে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সাফারি পার্কের হাসপাতালে গিয়ে দেখা মেলে পাঁচ দিন বয়সি হাতি শাবকটির। হাসপাতালের কোয়ান্টামে তাকে দুধ খাওয়াচ্ছেন সুশীল চাকমা নামের মাহুত। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, শাবকটি পার্কে আনার পর কিছুই খাচ্ছিল না। অনেক কষ্টে মাতৃস্নেহ দিয়ে তাকে ফিডারের মাধ্যমে দুধ খাওয়া অভ্যস্ত করে তুলছি। মাত্র পাঁচ দিন বয়সি শাবকটি কৃত্রিম উপায়ে দুধ পান করে এখন কিছুটা ঝুঁকিমুক্ত। হাসপাতালের ভেতর নিজ রুমে একটু একটু হাঁটাহাঁটিও করছে।
মা হারা শাবকটিকে নিবিড় পরিচর্যায় সুস্থ করে তোলা হচ্ছে, এ কথা বন বিভাগের ঊর্ধ্বতন কতৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম।