Leadরাজশাহী

ডিসির বাংলো থেকে সিল মারা ব্যালট উদ্ধার!

নাটোর জেলা প্রশাসকের (ডিসি) পুরাতন ডাক বাংলো থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যবহৃত ও সিল মারা ব্যালট পেপার উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন প্রার্থীর প্রতীকে সিল মারা ব্যালট ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের প্রতিনিধি নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাসেদুল ইসলাম ঘটনার। শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যের তথ্যের ভিত্তিতে শহরের কান্দিভিটা এলাকায় জেলা প্রশাসকের ডাক বাংলোর ভেতরে বাঁশঝাড়ের নিচের একটি গর্ত থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়।

এনডিসি রাসেদুল ইসলাম জানান, জেলা প্রশাসকের পুরাতন বাংলোর ভেতরের পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এ সময় ব্যালট পেপারগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিপুল সংখ্যক ব্যালট পেপার উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারগুলো ধ্বংসের জন্য ডিসির বাংলোতে আনা হয়েছিল। কোনো কারণে হয়ত তা ধ্বংস করা হয়নি। সেসবই উদ্ধর হয়েছে।

নিউজ নাউ বাংলা/ ২৯ মার্চ ২০২৫/ জেডআরসি

Related Articles

Leave a Reply

Back to top button