Leadঅপরাধ-আদালত

ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

‘ধর্ষণ’ শব্দ নিয়ে আপত্তি

ঢাকা : ‘ধর্ষণ’ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ ব্যবহারের অনুরোধ জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ব্যাপক প্রতিক্রিয়ার পর তিনি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে ডিএমপি কমিশনার বলেন, ‘নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে উল্লেখ করেছি। যদি আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি দুঃখ প্রকাশ করছি।’

সোমবার (১৭ মার্চ) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

শনিবার (১৫ মার্চ) এক অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘আমি দুটি শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটি ব্যবহার করবেন না। আপনারা নারী নির্যাতন বা নিপীড়ন বলবেন।’

তার এই মন্তব্যের পরপরই সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পুলিশের একজন শীর্ষ কর্মকর্তার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। নাগরিক সমাজের সদস্যরা এ ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

ডিএমপি কমিশনারের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এক বিবৃতিতে বলা হয়, ‘ধর্ষণ হলো ধর্ষণ, তা ৮ বছর বয়সী শিশুর ক্ষেত্রেই হোক বা ৮০ বছর বয়সী বৃদ্ধার। এত গুরুতর ও জঘন্য অপরাধকে যথাযথ নামেই ডাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে সহিংসতা সহ্য করবে না।’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সেভ দ্য চিলড্রেন, আইন ও সালিশ কেন্দ্র (আসক), মানুষের জন্য ফাউন্ডেশন ও ব্রেকিং দ্য সাইলেন্সসহ নারী ও শিশু সুরক্ষা নিয়ে কাজ করা পাঁচটি এনজিও ডিএমপি কমিশনারের মন্তব্যের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button