জাতীয়

ডা. জাহাঙ্গীর কবীর ক্ষমা চাইলেন

স্বাস্থ্য ও কিটো ডায়েট সংক্রান্ত পরামর্শদাতা হিসেবে পরিচিত ডা. জাহাঙ্গীর কবির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেইজে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে ডাক্তার জাহাঙ্গির কবির বলেন, করোনার ভ্যাকসিন বিষয়ে কিছু তথ্য সহজভাবে বোঝাতে গিয়ে আমি অসাবধানতা বশত ভুল ব্যাখ্যা করেছিলাম। এর জন্য তিনি ক্ষমা চান।

এসময় সবাইকে ভ্যাকসিন নেওয়ার জন্য পরামর্শ এবং উৎসাহ দিয়েছেন ডা. জাহাঙ্গীর কবীর ।

এর আগে রোববার (১ আগস্ট) জাহাঙ্গীর কবিরের কর্মকাণ্ডকে অবৈজ্ঞানিক, অসত্য, দায়িত্বজ্ঞানহীন এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে চিঠি দিয়েছে চিকিৎসকদের একটি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটস (এফডিএসআর)।

ওই চিঠিতে বলা হয়, ডা. জাহাঙ্গীর কবির কিটো ডায়েট নিয়ে ভুল এবং অসত্য তথ্য দিয়ে যাচ্ছেন। করোনার টিকা নিয়ে ইম্যুনোলজি বিষয়ক ভুল বক্তব্য দিয়েছেন।

সেসঙ্গে আল্টিমেটাম দিয়ে বলা হয়, ওই ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে যদি না নেয়া হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।অবশেষে তিনি ক্ষমা চেয়ে ভিডিও ডিলিট করেন।

Related Articles

Leave a Reply

Back to top button